ভেঙে গিয়েছে ‘চারশো পার’-এর গুমর। ২০২৪-এর লোকসভা নির্বাচনে কার্যত মুখ থুবড়ে পড়েছে পদ্মশিবির। দেশে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ২৪০ ছুঁতেই নাভিশ্বাস উঠেছে তাদের। উল্লেখযোগ্যভাবে, রাজস্থানে লজ্জার রেকর্ড গড়েছে বিজেপি। তথ্য অনুযায়ী, দেশের ৪ লোকসভার ৩১টি বুথে শূন্য পেয়েছে তারা। পরিস্থিতি এমনই শোচনীয়, যে নিজের দলের বুথ সভাপতি পর্যন্ত ভোট দেয়নি বিজেপিকে। পাশাপাশি আরও ৭টি লোকসভার ৩৩টি বুথে মাত্র ১টি করে ভোট পেয়েছে গেরুয়া-পার্টি। সম্প্রতি এমনই রিপোর্ট প্রকাশ করেছে হিন্দি সংবাদ মাধ্যম ‘দৈনিক ভাস্কর’। প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল রাজস্থানের ৪ লোকসভা কেন্দ্র সিকার, ঝুনঝুন, জয়পুর ও বাড়মের-জয়সলমেরের ৩১টি বুথে একটিও ভোট পায়নি। অথচ এই চার কেন্দ্রের মধ্যে জয়পুর কেন্দ্রে জয়লাভ করেছে গেরুয়া শিবির। রাজস্থানের ২৫টি লোকসভা আসনের মধ্যে ১৪ টি আসনে জয় পেয়েছে বিজেপি। তবে বুথভিত্তিক যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তা বিজেপির জন্য রীতিমতো উদ্বেগজনক। দেখা যাচ্ছে, রাজস্থানের ঝুনঝুন লোকসভা কেন্দ্রের পিলানির ৮৪ নম্বর বুথে একটিও ভোট পায়নি গেরুয়া শিবির। সিকার লোকসভা কেন্দ্রের দান্তারামগড়ের ৩২ নম্বর বুথেও একই হাল। জয়পুরের হাওয়ামহল বিধানসভার ১২৯ নম্বর বুথেও এবার ৩৯৭টি ভোট পড়েছে যার মধ্যে ৩৯২টি ভোট পেয়েছে ইন্ডিয়া জোট, অন্যান্যরা পেয়েছে ৫টি ভোট। এখানেও শূন্য পেয়েছে বিজেপি। এছাড়া জয়সলমের লোকসভা কেন্দ্রের ২৮টি বুথে একটিও ভোট পায়নি তারা।
স্বাভাবিকভাবেই রিপোর্ট প্রকাশ্যে আসায় উঠছে নানান প্রশ্ন। তাহলে কী বিজেপির বুথ সভাপতিরাও বিজেপিকে ভোট দিচ্ছেন না? সংশয়ে নেতৃত্ব। সাংগঠনিক দিক থেকে মরুরাজ্যে খুব একটা দুর্বল নয় বিজেপি। ৬ বছর আগেও এখানে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন বসুন্ধরা রাজে। সেখানে এতগুলি বুথে বুথ সভাপতিরাও দলকে ভোট না দেওয়ায় দলের সাংগঠনিক দুর্বলতা বেআব্রু হয়ে পড়েছে। ‘দৈনিক ভাস্কর’-এর রিপোর্ট বলছে, আলোয়ার, যোধপুর, জয়পুর, সিকার, দৌসা, ভরতপুর, বাড়মেড়, এই ৭টি লোকসভার ৩৩টি বুথে মাত্র একটি করে ভোট পেয়েছে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল। ফলয এই কেন্দ্রগুলিতে দলের বুথ সভাপতিরা অন্তত বিজেপিকে ভোটটা দিয়েছেন বলে মনে করা হচ্ছে। যদিও তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনের অনেক আগেই প্রতিটি বুথে একজন করে বুথ সভাপতি ও তাঁর সঙ্গে ১১ থেকে ২১ জনের টিম গঠন করেছিল বিজেপি। ফলে বুথ ভিত্তিক অন্তত ১১ থেকে ২১ টি ভোট পাওয়ার কথা বিজেপি। তবে ৬ বছর আগেও যে রাজ্যে বিজেপি ক্ষমতায় ছিল, সেখানে এমন হতশ্রী ফলাফলের জেরে স্বাভাবিকভাবেই মাথাব্যথা বেড়েছে দলীয় নেতৃত্বের।