এখন আর শুধু অভিনেত্রী নন তিনি। তাঁর নতুন পরিচয়, তিনি লোকসভার সাংসদ। যাদবপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়ে সাংসদে পা রেখেছেন তৃণমূলের সায়নী ঘোষ। তবে ক্যামেরার আড়ালে যেমন সাধারণ জীবনযাপন করতে পছন্দ করতেন, সাংসদ হয়ে যাওয়ার পরও তাঁর জীবনে বিশেষ কোনও পরিবর্তন হয়নি। দিল্লিতে মেট্রোয় চড়েই সংসদে গেলেন তৃণমূলের তারকা সাংসদ। পরনে ছিল নীল শাড়ি, কাঁধে ব্যাগ, চোখে কালো চশমা।
প্রসঙ্গত, প্রথমবার সাংসদ হিসাবে দিল্লির সংসদে গিয়েছেন সায়নী ঘোষ। সংসদের প্রথম দিনের ছবি খুশি খুশি হয়ে ইন্সটাগ্রামে পোস্টও করেছেন। নীল শাড়ি, কপালে বড় টিপ, মাথায় খোঁপা— সংসদের প্রথমদিনে এভাবেই দেখা গিয়েছিল তৃণমূল সাংসদ সায়নী ঘোষকে। তবে গাড়িতে চেপে সংসদে আসেননি সায়নী। বরং দিল্লির আমজনতার মতোই মেট্রোকেই বেছে নিয়েছিলেন তিনি। তাঁর যে ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, সেখানে তাঁকে দেখে বোঝার উপায় নেই যে তিনি সাংসদ।