ফের বড়সড় বিতর্কের কেন্দ্রে বিজেপিশাসিত উত্তরপ্রদেশ। এবার মামা ভঞ্জ এলাকায় ৩৫ বছরের মহম্মদ ফরিদ আলিয়াস ঔরঙ্গজেব নামের যুবককে চোর সন্দেহে পিটিয়ে মারল উত্তজিত জনতা! এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আরও এক অভিযুক্তের খোঁজ চলছে বলে জানা গিয়েছে। গণপিটুনি, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে পোশাক ব্যবসায়ী মুকেশ চন্দ মিত্তলের বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা যায় মহম্মদ ফরিদকে। মিত্তলের ছেলে রোহিত ফরিদকে দেখে বলে দাবি। এর পরেই চোর সন্দেহে মিত্তল পরিবারের অন্য সদস্যরা এবং আরও কয়েক জন স্থানীয় হামলা চালান ফরিদের উপরে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, নির্মম ভাবে বুকে-পেটে-চোখে-মুখে লাথি ও ঘুসি মারা হচ্ছে যুবককে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
এরপর ফরিদকে হাসাপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিসকরা জানান, মৃত্যু হয়েছে তাঁর। আলিগড়ে গণপিটুনির ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ইতিমধ্যেই। অখিলেশ যাদবের সমজাবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি এবং খুন হওয়া মহম্মদ ফরিদের পরিবারের সদস্যরা অবস্থান বিক্ষোভ করে। আরও তিন অভিযুক্তের গ্রেপ্তারির দাবি জানান তাঁরা। এদিকে বজরং দল হুমকি দিয়েছে, পুলিশ চোরের রক্ষকদের আড়াল করলে বিক্ষোভ আন্দোলন শুরু করবে। সব মিলিয়ে মামা ভঞ্জ এলাকায় উত্তেজনা কমার বদলে বাড়াছে। এই অবস্থায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। গণপিটুনি যেখানে ঘটেছিল, বন্ধ রয়েছে রেলওয়া বাজারের দোকানপাট।