নিট পরীক্ষার দুর্নীতি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তোলপাড়। প্রবল নিন্দার মুখে মোদী সরকার। এবার এই প্রসঙ্গে কড়া ভাষায় সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মেডিক্যালের অভিন্ন প্রবেশিকা পরীক্ষায় ওঠা দুর্নীতির অভিযোগকে ‘জাতীয় সংকট’ বলে দাবি করলেন তিনি। রাহুলের অভিযোগ, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে কেন্দ্র। এতদিন কাজের সুযোগ সংকুচিত হচ্ছিল। এবার পড়াশোনর সুযোগও ছিনিয়ে নিচ্ছে কেন্দ্রের মোদী সরকার। নিট কেলেঙ্কারির জন্য সরাসরি মোদিকে দায়ী করে রাহুলের কটাক্ষ, “বলা হত মোদি নাকি ইজরায়েল-গাজার যুদ্ধ, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আটকে দিয়েছেন। অথচ দেশে যে পেপার লিক হচ্ছে তা আটকাচ্ছে না! বা চাইছে না।” বহুদিন আগে থেকেই রাহুল বলে আসছেন, বিজেপি দেশের সব স্বশাসিত সংস্থা দখল করে নেওয়ার চেষ্টা করছে। সব সংস্থায় ঢোকানো হচ্ছে আরএসএসের লোক। নিট কেলেঙ্কারির জন্য সেই মধ্যমেধার আরএসএস পন্থীদেরই দায়ী করলেন রাহুল। “সব বিশ্ববিদ্যালয়ের ভিসি বিজেপি-আরএসএসের লোক। মেধা, যোগ্যতার বাইরে শুধু নিজেদের বিচারধারা মেনে চলা লোককে ভিসি করে বসালে এই হয়। মধ্যমেধার লোককে দায়িত্বে বসিয়ে দেওয়া হয়েছে”, স্পষ্ট জানান রাহুল।
পাশাপাশি, কংগ্রেস সাংসদ একে শুধু পড়ুয়াদের সমস্যা হিসাবে না দেখে গোটা দেশের সমস্যা হিসাবে দেখছেন। তাঁর বক্তব্য, “এই মুহূর্তে দেশের পড়ুয়াদের উপর ভীষণ চাপ। অন্যতম কারণ হল দেশের বেকারত্ব। দেশের যুবসমাজের কাছে কোথাও যাওয়ার উপায় নেই। এটা শুধু শিক্ষায় ক্রাইসিস নয়, এটা জাতীয় সমস্যা। পেপার লিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত। কিন্তু সেটারও আগে ঠিক করতে হবে সিস্টেম। আরএসএসের লোকজনকে না সরালে সেটা সম্ভব নয়। মধ্যপ্রদেশ এবং গুজরাট হল বিজেপির দুর্নীতির ল্যাবরেটারি। মধ্যপ্রদেশে ব্যাপম হয়েছিল, এখন সারা দেশে সেটাই ছড়িয়ে দিতে চাইছে। কেন্দ্র পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে।” আগামী সোমবার সংসদ অধিবেশনে নিট ইস্যুতে সরব হবেন তিনি, হুঁশিয়ারি দিয়েছেন রাহুল।