সময়টা একেবারেই ভাল যাচ্ছে না বঙ্গ বিজেপির। ২০২১-এর বিধানসভা নির্বাচন, পুরসভা, পঞ্চায়েত, লোকসভা, বাংলায় একের পর এক ভোটে ভরাডুবি ঘটেছে গেরুয়াশিবিরের। পাশাপাশি চরমে পৌঁছেছে তাদের আভ্যন্তরীণ কোন্দল। প্রকাশ্যে আসছে সাংগঠনিক দুর্বলতা। লোকসভার ফলাফল দেখেই পদ্ম ছেড়ে ঘাসফুলে ‘ঘর ওয়াপসি’ ঘটছে বিজেপির নেতা, কর্মীদের। এবার কলকাতার প্রভাবশালী বিজেপি নেতা দীনেশ বাজাজ ফিরলেন তৃণমূলে। জোড়াসাঁকোর প্রাক্তন তৃণমূল বিধায়ক দীনেশ বাজাজ ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বছরখানেকের মধ্যেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়তে থাকে দীনেশের।
প্রসঙ্গত, আগাণী ১০ই জুলাই মানিকতলা বিধানসভা উপনির্বাচন। তার আগে গত রবিবার কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে এক ঘরোয়া বৈঠকে হাজির হয়েছিলেন দীনেশ বাজাজ। মানিকতলা উপ নির্বাচনের জন্য তৈরি কমিটির আহ্বায়ক কুণাল ঘোষ এবং চিফ ইলেকশন এজেন্ট অনিন্দ্য রাউত ছিলেন বৈঠকে। সেখানেই তৃণমূলে ফেরার কথা ঘোষণা করেন দীনেশ বাজাজ। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমেই দীনেশ বাজাজ বৈঠকে ছিলেন, এমনই জানিয়েছেন কুণাল ঘোষ।