নিট-ইউজি ২০২৪ পরীক্ষায় ‘অনিয়ম’ নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মঙ্গলবার ফের নতুন করে ঝাঁঝাল ভাষায় মোদীকে নিশানা করে তিনি বলেন, পরীক্ষার অনিয়ম নিয়ে প্রধানমন্ত্রী এখনও নীরব কেন? এর আগে এদিনই নিট পরীক্ষা বিতর্কে নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং কেন্দ্রীয় সরকারকে ফের নোটিস দেয় সুপ্রিম কোর্ট।
সে বিষয়ে এক এক্সবার্তায় কংগ্রেসের প্রাক্তন সভাপতি, সাংসদ রাহুল গান্ধী লিখেছেন, প্রতিবারের মতো এবারেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৪ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যতের ইস্যুতেও নীরব রয়েছেন। নিট পরীক্ষার কেলেঙ্কারি নিয়ে যে ছিনিমিনি খেলা হয়েছে, তা নিয়ে প্রধানমন্ত্রীর মুখে আর কোনও সাড়াশব্দ নেই।
বিহার, গুজরাত এবং হরিয়ানায় গ্রেফতারের ঘটনা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে, পরীক্ষার প্রক্রিয়ায় পরিকল্পিত এবং সংগঠিত দুর্নীতি হয়েছে। প্রশ্নফাঁসের মতো অভিযোগের ভূমিকম্পের কেন্দ্রস্থলগুলি হল বিজেপি শাসিত রাজ্য। নির্বাচনী ইস্তাহারে আমরাই প্রতিশ্রুতি দিয়েছিলাম, যুবদের ভবিষ্যৎ সুরক্ষিত করা হবে। প্রশ্নফাঁসের মতো বিষয়ে কঠিন আইন আনা হবে।
এখন বিরোধী হিসেবে আমাদের দায়িত্ব হল যুব সমাজের এই প্রতিবাদকে দেশজুড়ে ছড়িয়ে দেওয়া। গলি থেকে রাজপথ এবং সংসদেও সরকারকে চেপে ধরতে হবে এ বিষয়ে। যাতে এই সরকারও প্রশ্নফাঁস রুখতে কঠোরতম ব্যবস্থা নেয়। লিখেছেন রাহুল গান্ধী। এর আগেও রাহুল নিট পরীক্ষার দুর্নীতি নিয়ে মোদীকে কাঠগড়ায় তুলেছিলেন।