সোমবার হঠাৎই চাঞ্চল্য ছড়াল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে। ভরদুপুরে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসের তাণ্ডব চালালেন এক নগ্ন মহিলা। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ছড়িয়েছে এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ। মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে থানায়। এদিন বিশ্বভারতী চত্বরে আচমকা নজরে পড়েন সম্পূর্ণ নগ্ন ওই মহিলা। বিশ্বভারতীর সেন্ট্রাল লাইব্রেরি ও সেন্ট্রাল অফিসের সামনে প্রতিবাদে সরব হন তিনি। বিষয়টি নজরে পড়তেই ভিড় হয়ে যায় এলাকায়। ছুটে যান বিশ্বভারতীর মহিলা নিরাপত্তারক্ষীরা।
তড়িঘড়ি ওই মহিলার গায়ে তোয়ালে চাপা দেওয়ার পাশাপাশি পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করে। তাতেই আরও রেগে ওঠেন ওই মহিলা। নিরাপত্তারক্ষীদের মারধর করতে থাকেন। খবর দেওয়া হয় শান্তিনিকেতন মহিলা থানায়। ইতিমধ্যেই শান্তিনিকেতন মহিলা থানার কর্মীরা ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে গিয়েছেন। তবে কী কারণে ওই মহিলা নগ্ন হয়ে প্রতিবাদ জানালেন, তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি ওই মহিলা কে, কোথা থেকে এসেছেন, কেনই বা এই কাণ্ড, তা জানা যায়নি। তবে এই ঘটনায় বিশ্বভারতীর পড়ুয়া অধ্যাপক, আশ্রমিক ও এলাকাবাসীদের মধ্যে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে।