লোকসভা ভোটের প্রথম ছ’দফাতেই ২৩টি আসন পেয়ে গিয়েছে তৃণমূল। মঙ্গলবার এই দাবি করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, নিজের লোকসভা আসন ডায়মন্ড হারাবারে দাঁড়িয়ে বিজেপির উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি।
অভিষেক মঙ্গলবার বলেন, ‘‘আজ, আমি বলতে চাই, পশ্চিমবঙ্গে গত ছ’দফায় ৩৩টি লোকসভা আসনে ভোট হয়েছে। ৯টি আসন এখনও বাকি আছে। তৃণমূল গত ছ’পর্বেই ২৩টি আসন অতিক্রম করে গিয়েছে। এটা আমার চ্যালেঞ্জ। ৪ জুন আমার দাবি মিলিয়ে নেবেন।’’
অভিষেকের দাবি, ভোট-ভরাডুবি নিশ্চিত বুঝে বিজেপি নেতারা এখন কেন্দ্রীয় বাহিনীকে দোষারোপ করতে শুরু করেছেন। তাঁর মন্তব্য, ‘‘কেন? কারণ, কেন্দ্রীয় বাহিনীও জানে যে ৪ জুন গণতান্ত্রিক জোট ‘ইন্ডিয়া’ কেন্দ্রে সরকার গঠন করবে।’’
সর্বভারতীয় সাধারণ সম্পাদক মঙ্গলবার বলেন, ‘‘সংবাদমাধ্যমের বন্ধুরা এবং আরও অনেকে আমাকে ভোটের ফল সম্পর্কে আমার অনুমান জানতে চেয়েছেন। প্রশ্ন করেছেন, আসন্ন নির্বাচনে তৃণমূল ক’টি আসনে জিতবে। আমি বলেছিলাম, ‘সঠিক সময়ে প্রকাশ করব’।’’