ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে লোকসভা নির্বাচনের ছয় দফার ভোটগ্রহণ পর্ব। আগামী ১লা জুন সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। তৃণমূলের যুব শাখার নেত্রী হিসেবে সারা বাংলা চষে ফেলছেন সায়নী ঘোষ। এবার আসামে প্রচারে যাচ্ছেন তিনি। প্রসঙ্গত, বাংলার যাদবপুর কেন্দ্র থেকে ভোটেও লড়ছেন সায়নী।
উল্লেখ্য, চলতি লোকসভা নির্বাচনে বাংলার বাইরে আসাম, উত্তরপ্রদেশ, মিজোরামেও প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলীয় প্রার্থীর সমর্থনে এবার অসমে প্রচার করবেন যুব তৃণমূল সভানেত্রী তথা যাদবপুর কেন্দ্রের তারকা প্রার্থী সায়নী ঘোষ মঙ্গলবার আসামে তাঁর তিনটি জনসভা রয়েছে।