নিজেকে ঈশ্বরের দূত বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, পরমাত্মা আমাকে পাঠিয়েছেন বিশেষ কোনও কাজ করানোর জন্য। জৈবিক উপায়ে আমার জন্ম হয়নি।
টিভি সাক্ষাৎকারে বলা প্রধানমন্ত্রীর এই বক্তব্য নিয়ে সোমবার তাঁকে তীব্র আক্রমণ শানালেন রাহুল গান্ধী। প্রাক্তন কংগ্রেস সভাপতি সোমবার বিহারে তিনটি সভা করছেন। সোমবার পাটনার অদূরে বক্তিয়ারপুরের জনসভায় ভাষণ দিয়েছেন তিনি।
সেই সভা থেকে রাহুল জনতার উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ভোটের শেষ প্রান্তে এসে প্রধানমন্ত্রী কেন নিজেকে ঈশ্বরের দূত বলছেন জানেন? আসলে প্রধানমন্ত্রী এখন থেকেই মুখ রক্ষার রাস্তা খুঁজছেন। তিনি জানেন, ভোটের পর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের গোয়েন্দারা তাঁর কাছে আদানি সম্পর্কে জানতে চাইবে। তিনি তখন বলবেন, আমি কিছু জানি না। পরমাত্মা আমাকে দিয়ে যা করানোর করিয়ে নিয়েছে।
প্রসঙ্গত, রাহুল গান্ধী বহুদিন ধরে দাবি করে আসছেন গৌতম আদানি, মুকেশ আম্বানিদের মতো ২০-২২জন শিল্পপতির প্রতি মোদী সরকার দরাজ। নরেন্দ্র মোদীর দশ বছরের শাসনে ওই ক’জন শিল্পপতি ফুলেফেঁপে উঠেছেন।
চারদিন আগে প্রধানমন্ত্রী এক সাক্ষাৎকারে বলেছিলেন, জানি লোকে আমাকে পাগল বলবে। তবু বলছি, মা বেঁচে থাকা পর্যন্ত আমার মনে হত, জৈবিক উপায়ে আমার জন্ম হয়েছে। মা প্রয়াত হওয়ার পর আমার উপলব্ধি হল জৈবিক উপায়ে আমি জন্মাইনি। পরমাত্মা আমাকে বিশেষ কার্যসাধনের জন্য পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে ১৯৪৭-এ বিকশিত ভারতের কথাও বলেছেন।