সোমবার দেশজুড়ে চলছে পঞ্চম দফার ভোটগ্রহণ। ভোট চলছে বাংলার ৭ কেন্দ্রে ভোট। বারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ লোকসভা কেন্দ্রের ভোটাররা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন।
এদিনই ভাগ্যপরীক্ষা রাজনাথ সিং, স্মৃতি ইরানি, রাহুল গান্ধী ছাড়াও লকেট চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, অর্জুন সিং, পার্থ ভৌমিক, শান্তনু ঠাকুরদের মতো বেশ কয়েকজন তারকা ও হেভিওয়েট প্রার্থীর। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বাংলায় মোতায়েন মোট ৬৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের সাত কেন্দ্রে বেলা ১১টা পর্যন্ত ভোটের হার গড়ে প্রায় ৩৩ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়ল বারাকপুরে, মাত্র ২৯.৯৯ শতাংশ। আরামবাগ ও উলুবেড়িয়ায় ভোটের হার সর্বোচ্চ, ৩৬ ও ৩৩ শতাংশ। দেশের ৪৯ আসনে গড়ে ভোট পড়েছে ২৩.৬৬ শতাংশ। অন্যদিকে, দেশের মধ্যে সবচেয়ে কম ভোটদানের হার মহারাষ্ট্রে, মাত্র ১৫.৯৩ শতাংশ।