আজ দেশ জুড়ে চলছে পঞ্চম দফার ভোট। তবে এর মধ্যে বাড়তি নজর উত্তরপ্রদেশের দুই কেন্দ্র আমেঠি ও রায়বরেলি। এদিন ভোটের আগে আমেঠি ও রায়বরেলির জনতার উদ্দেশে বার্তা দেন রাহুল গান্ধী। সোমবার এক্স হ্যান্ডেলে দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়ে রায়বরেলির কংগ্রেস প্রার্থী লেখেন, ‘আজ পঞ্চম দফার লোকসভা নির্বাচন।
আগের ৪টি দফায় স্পষ্ট হয়ে গিয়েছে দেশবাসী সংবিধান ও দেশের গণতন্ত্র রক্ষার্থে বিজেপিকে হারাতে রুখে দাঁড়িয়েছে। ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ফুঁসতে থাকা দেশ এবার উন্নয়নের নিরিখে ভোট দিচ্ছে। যুব সমাজ চাকরির জন্য, কৃষক এমএসপি ও কৃষি ঋণ মুকুব, মহিলারা স্বনির্ভরতা ও নিরাপত্তার, শ্রমিকরা তাঁদের ন্যায্য মজুরির দাবিতে ভোট দিচ্ছেন। দেশের জনতা ইন্ডিয়ার পাশে দাঁড়িয়েছে। পরিবর্তনের ঝড় বইছে দেশে।’ একইসঙ্গে তিনি লেখেন, ‘আমি আমেঠি এবং রায়বেরেলি-সহ সমগ্র দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছি, বেরিয়ে আসুন এবং আপনার পরিবারের সমৃদ্ধির স্বার্থে, আপনার নিজের অধিকারের স্বার্থে, ভারতের অগ্রগতির জন্য ভোট দিন।’