চলতি মাসেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন রাজভবনের এক মহিলা কর্মী। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এরই মধ্যে এবার হোটেলে এক নৃত্যশিল্লীকে ধর্ষণের অভিযোগ উঠল রাজ্যপালের বিরুদ্ধে।
লালবাজার সূত্রে খবর, যিনি অভিযোগ করেছেন, তিনি নৃত্যশিল্পী। স্বামী বিদেশে থাকেন। তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছে। ওই মহিলার দাবি, বিদেশমন্ত্রকের এক অফিসারের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার জন্য় তাঁকে দিল্লিতে নিয়ে যান রাজ্যপাল। হোটেলের রুম বুক করে দিয়েছিলেন রাজ্যপালের ভাইপো। তিনি বেঙ্গালুরুর বাসিন্দা।
এদিকে, দিল্লিতে গিয়ে রাজ্যপাল নিজে অবশ্য উঠেছিলেন বঙ্গভবনে। এরপর কোনও নিরাপত্তারক্ষী ছাড়াই হোটেলে ওই মহিলার সঙ্গে দেখা করেন যান তিনি। তখনই ওই মহিলাকে ধর্ষণ করা হয়! ঘটনাটি গত বছরের জানুয়ারিতে। এরপর অক্টোবরে রিপোর্ট জমা পড়ে নবান্নে।
নবান্নের নির্দেশে অনুসন্ধানে নামে কলকাতা পুলিশ। অনুসন্ধান শেষ। দিন কয়েক আগে পুলিশ কমিশনাকে রিপোর্ট দিয়েছেন অনুসন্ধানের দায়িত্বপ্রাপ্ত ডিসি পদমর্যাদার পুলিস আধিকারিকরা। শুক্রবার সেই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয় পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যসচিবকে।
এদিকে, রাজ্যপালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের কথা প্রকাশ্যে আসতেই তাঁর পদত্যাগের দাবিতে এবার পথে নামতে চলেছে তৃণমূল শিক্ষা সেল। আগামী ১৭ মে তাদের তরফে রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে।