নির্বাচনী আবহে ফের বিড়ম্বনায় পড়ল বঙ্গ বিজেপি। তুমুল চাঞ্চল্য ছড়াল হুগলির পুরশুড়ায়। তৃণমূল করার ‘অপরাধ’-এ গৃহবধূকে মারধর এমনকী, তাঁর শ্লীলতাহানিরও অভিযোগ উঠল তিনজনের বিরুদ্ধে। কাঠগড়ায় বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা। ভোটের মুখে হুগলির পুরশুড়ার চিলাডিঙি এলাকার এই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। বধূর পরিবারের লোকজনের দাবি, বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দা শুভজিৎ মালিক, প্রসেনজিৎ মালিক ও হরেকৃষ্ণ মালিক-সহ বেশ কয়েকজন বাড়িতে চড়াও হয়। ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে জোর করা হয়। তার প্রতিবাদ করলে রাস্তায় ফেলে বধূর স্বামীকে মারধর করা হয়। তাঁর কাপড় ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।
প্রসঙ্গত, ঘটনায় অভিযুক্তরা সকলেই বিজেপির স্থানীয় নেতা ও কর্মী বলেই দাবি নিগৃহীতা ও তাঁর পরিবারের লোকজনের। নিগৃহীতার দাবি, “আমরা তৃণমূল করি। আর ওরা বিজেপি করে। ওখানে আমরাই একা তৃণমূল করি। তাই এই রাগে ওরা প্রায়শই এভাবে অত্যাচার করে।” ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই গৃহবধূ ও তাঁর স্বামী থানায় অভিযোগ দায়ের করেন। তিন বিজেপি কর্মীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।