লোকসভা নির্বাচনের আবহেই ফের বিতর্কের কেন্দ্রে বিজেপিশাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার বাংলায় এসে ধর্মীয় মেরুকরণের বিষ ছড়ানোর অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। গত মঙ্গলবার বহরমপুরের শক্তিপুরের রাজ্যে প্রথম সভাতেই এমন ঘটনা ঘটে। মঙ্গলবার সিউড়ি ও রানিগঞ্জেও দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করেন তিনি।
সেখানে রাজ্য সরকার এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে যোগী বলেন, “বাংলায় রামনবমীর মিছিলে হিংসা ছড়ানোর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি কেন? কেন দাঙ্গাবাজদের বিরুদ্ধে সরকার কোনও পদক্ষেপ করল না? এরা উত্তরপ্রদেশে এরকম করলে, উল্টো করে টাঙিয়ে দেওয়া হতো। এমন অবস্থা করা হতো, যেন সাত প্রজন্ম দাঙ্গা করতে ভুলে যায়।” তাঁর এহেন মন্তব্য ঘিরে ইতিমধ্যেই তোলপাড় রাজনীতির আঙিনা। নিন্দায় সরব হয়েছে একাধিক মহল।