উত্তরবঙ্গের তিন আসনের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট বালুরঘাট লোকসভা কেন্দ্র। বালুরঘাট লোকসভা কেন্দ্রে আরও তিনটি নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তুলনায় বালুরঘাটে বেশি নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, ১৮ এপ্রিল, ২১ ও ২২ এপ্রিল বালুরঘাটে জনসভা করবেন মমতা। বুনিয়াদপুর, কুমারগ্রামে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৬ এপ্রিল বালুরঘাটের তপনে সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবমিলিয়ে বালুরঘাটের জন্যই ৪ টি সভা করছেন তৃণমূল নেত্রী। আগামী ২৬ এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোট।
এদিকে, উত্তরবঙ্গে ফের জোড়া নির্বাচনী সভা নরেন্দ্র মোদীর। বিজেপি সূত্রে খবর, আগামী ১৬ এপ্রিল বালুরঘাট ও রায়গঞ্জ-দুই লোকসভা কেন্দ্রে পরপর সভা করবেন প্রধানমন্ত্রী। দুপুর ২.৩০ থেকে বালুরঘাট রেলওয়ে স্টেশন গ্রাউন্ড ও বিকেল ৪.১৫ থেকে রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়াতে সভা করবেন মোদি। ওই দিন উত্তরবঙ্গের তিন কেন্দ্রে শেষ নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। ওই দিন আলিপুরদুয়ারে সভা ও শিলিগুড়িতে রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগে উত্তরবঙ্গের কোচবিহারে হয়েছিল মেগা দ্বৈরথ। সপ্তাহ খানেক আগে কোচবিহারে নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায় একই দিনে সভা করেছিলেন। মোদির সভা ছিল কোচবিহারের রাসমেলা মাঠে। আর মমতার প্রথম স্ট্র্যাটেজিক মিটিং ছিল মাথাভাঙায়। পরেরটি মালবাজারে।
গতবার উত্তরবঙ্গের উত্তরে চারে চার করেছিল বিজেপি। এবার সেই দুর্গ ভাঙতে চান মমতা। বিলক্ষণ বোঝা যাচ্ছে, একটা ঘূর্ণিঝড় শুধু টিনের চাল উড়িয়ে নিয়ে যায়নি, ডুয়ার্সে এলোমেলো করে দিয়েছে বিজেপির ভোট অঙ্ক। প্রার্থীরা তাই অধীর অপেক্ষায় আছেন কবে তাঁদের কান্ডারি মোদী আসবেন। সেই মোদী উত্তরবঙ্গে এসে ভোকাল টনিক দিয়ে যান দলের কর্মী সমর্থকদের।
আর এবার নরেন্দ্র মোদীর লক্ষ্য রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কেন্দ্র বালুরঘাট। সেই বালুরঘাট থেকে সভা সেরে তিনি পৌঁছবেন রায়গঞ্জে। ফলে পুরো উত্তরবঙ্গকে ফের নিজেদের দিকে টানতে চেষ্টার কসুর করছেন না নরেন্দ্র মোদীরা। এদিকে, আলাদা করে বালুরঘাটকে লক্ষ্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।