২০১৭ সালে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রফুল প্যাটেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছিল সিবিআই। এয়ার ইন্ডিয়ার বিমান লিজ দেওয়া নিয়ে সেই দুর্নীতির অভিযোগ উঠেছিল। এদিকে ইউপিএ জমানায় প্রফুল প্যাটেল ছিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী।
এই আবহে কেন্দ্রীয় তদন্তকারীদের স্ক্যানারে আসেন মারাঠাভূমের এই রাজনীতিবিদ। তবে সম্প্রতি এই মামলায় সিবিআই নাকি একটি ‘ক্লোজার রিপোর্ট’ পেশ করেছে। সেই রিপোর্টে দাবি করা হয়েছে, প্রফুল প্যাটেলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের কোনও ভিত্তি মেলেনি তদন্তে। এই মামলার তদন্তকারী অফিসারকে আগামী ১৫ এপ্রিল তলব করেছে আদালত।
এদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ক্লিনচিট দিলেও সেই ক্লোজার রিপোর্ট গ্রহণ করা হবে কি না, সে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশেষ সিবিআই আদালত। এদিকে এই ঘটনার পরই বিজেপিকে ‘ওয়াশিং মেশিন’ আখ্যা দিয়ে ফের একবার আক্রমণ শানাল তৃণমূল কংগ্রেস। একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তৃণমূল কংগ্রেস এই ঘটনা প্রসঙ্গে লেখে, ‘আপনারা ক্রোনোলজি বুঝুন।
২০১৭ সালের মে মাসে সিবিআই একটি কেস রেজিস্টার করল প্রফুল প্যাটেলের বিরুদ্ধে। ২০২৩ সালের জুলাই মাসে শরদ পাওয়ারের সঙ্গ ছেড়ে প্রফুল প্যাটেল যোগ দেন এনডিএ। আর ২০২৪ সালের ২৮ মার্চ সিবিআই তাঁকে ক্লিনচিট দিয়ে তদন্ত বন্ধ করে দিয়েছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেন, আগে চোর চুরি করলে জেলে যেত, আর এখন চোর চুরি করলে বিজেপিতে যায়।’