সামনেই লোকসভা নির্বাচন। তার আগে হিংসার আগুনে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটা। সোমবার গভীর রাতে তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হল! অভিযোগের আঙুল উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এদিন দিনহাটার ভেটাগুড়ি ১ নম্বর পঞ্চায়েতে তৃণমূলের অঞ্চল সভাপতি ধীরেন্দ্রনাথ বর্মনের বাড়ি লক্ষ্য করে বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা ক্রমাগত বোমা ছোঁড়ে বলে অভিযোগ। এমনকী চলে বেশ কয়েক রাউন্ড গুলিও।
এরপর বোমার আগুনে তৃণমূল নেতার বাড়ির খড়ের গাদা ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। দমকল কর্মীরা খড়ের গাদার আগুন নেভান। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৩টি তাজা বোমা ও বেশ কয়েকটি গুলির খোল উদ্ধার করে পুলিশ। এবিষয়ে তৃণমূলের অভিযোগ, ভোটের আগে এলাকায় সন্ত্রাস ছড়াতে তাদের অঞ্চল সভাপতিকে খুনের পরিকল্পনা করেছে বিজেপি। গায়ের জোরে লোকসভা নির্বাচনে জিততে চায় তারা। ঘটনার পর থেকেই কার্যত স্তব্ধ পুরো এলাকা। পুলিশ পিকেট বসেছে সেখানে।