ব্রিগেডের জনগর্জন সভা থেকে ৪২ জনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করে স্নায়ুযুদ্ধে আগেই অনেকটাই এগিয়ে গিয়েছিল তৃণমূল। যেখানে প্রথম দফায় অর্ধেকের কম আসনে প্রার্থী ঘোষণার পর এতদিন কোনও উচ্চবাচ্যই করছিল না গেরুয়া শিবির। বহু প্রতীক্ষার পর অবশেষে দোলের ঠিক আগের দিন বাংলার জন্য আরেক দফা প্রার্থী তালিকা প্রকাশ করেছে তারা। তবে তা-ও আংশিক।
কারণ এখনও পর্যন্ত ডায়মন্ড হারবার, বীরভূম, ঝাড়গ্রামের প্রার্থীদের নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। পাশাপাশি পবন সিং জানিয়েছিলেন, তিনি আসানসোল কেন্দ্র থেকে লড়তে চান না। সেই আসন নিয়েও জট কাটেনি। স্বাভাবিকভাবেই এ নিয়ে রাজ্যের শাসক শিবিরের তরফে শোনা গিয়েছে কটাক্ষের সুর। ডায়মন্ড হারবার নিয়ে কটাক্ষের সুর শোনা গিয়েছে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের কণ্ঠে। তিনি বলেন, ‘আমার মনে হয় বিজেপি ডায়মন্ড হারবার থেকে শেষ পর্যন্ত কোনও প্রার্থীই দেবে না। লোকলজ্জার খাতিরে আইএসএফ-এর হাতে পায়ে ধরবে।’ উল্লেখযোগ্যভাবে, এখনও ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে কোনও বিরোধী দলই প্রার্থী দেয়নি।