লোকসভা নির্বাচন বসিরহাটকে লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কত ভোটে বিপক্ষকে হারাতে হবে, তার লক্ষ্যমাত্রাও ঠিক করে দিলেন তিনি। একইসঙ্গে জানালেন ডায়মন্ড হারবারে নিজে কত ভোটে জিতবেন।
‘আত্মবিশ্বাসী’ অভিষেকের কথায়, “আপনাদের (বসিরহাট) এবং আমার (ডায়মন্ড হারবার) ভোট একই দিনে (১ জুন)। এ বার ডায়মন্ড হারবারে ওদের (বিরোধীদের) ৪ লক্ষ ভোটে গ্যারাজ করে দেব। একদম বান্ডিল করে দেব।”
এর পরই বসিরহাটবাসীকে তাঁর প্রশ্ন,”আপনারা চার লক্ষ করতে পারবেন তো?
আগের বার সাড়ে তিন লক্ষ ছিল। এ বার চার লক্ষ হবে তো?” উল্লেখ্য, গতবার নুসরত জাহানকে প্রার্থী করেছিল তৃণমূল। এবার আর টিকিট পাননি তারকা প্রার্থী। বদলে দলের পুরনো সৈনিক হাজি নুরুল ইসলামকে টিকিট দিয়েছে ঘাসফুল শিবির। তাঁকে জেতাতে কর্মীদের চাঙ্গা করার দাওয়াই এদিন দিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।