সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগে বিজেপির সঙ্গে জোট করতে পারে রাজ ঠাকরে এমএনএস। মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন তিনি। আর এ খবর সামনে আসতেই সুর চড়িয়েছেন উদ্ধব ঠাকরে। বিজেপির বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছেন তিনি। তাঁর দাবি, মহারাষ্ট্রে নির্বাচনে জেতার জন্য ঠাকরে-কে চুরি করছে বিজেপি।
নন্দেদে দলীয় সভায় যোগ দিতে গিয়ে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব বিজেপির বিরুদ্ধে তাঁদের পরিবার ভাঙানোর অভিযোগ আনেন। খুড়তুতো দাদা রাজ ঠাকরের ‘শাহী’ সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমে ওরা বাল ঠাকরের ছবি চুরি করল। যদিও তাতে কিছু ফারাক পড়ে না। এখন এরা (বিজেপি) আরেক ঠাকরে-কে চুরি করার চেষ্টা করছে। নিয়ে যান, আমি এবং আমার সমর্থকরাই যথেষ্ট।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে বিজেপি মহারাষ্ট্রে জিততে পারবে না বলে দাবি করেন উদ্ধব। তিনি বলেন, ‘বিজেপি এটা খুব ভাল ভাবেই জানে, যে প্রধানমন্ত্রী মোদীর নামে মহারাষ্ট্রে ভোট পাবে না। এখানের মানুষজন ঠাকরের নামে ভোট দেন। সেটা বুঝতে পেরেই বাইরে থেকে নেতা চুরি করার চেষ্টা করছে বিজেপি।’