চলতি মাসেই বিজেপির দুই লোকসভা সাংসদ— হরিয়ানার হিসারের ব্রিজেন্দ্র সিংহ এবং রাজস্থানের চুরুর রাহুল কসওঁয়া কংগ্রেসে যোগ দিয়েছেন। শুক্রবার তেলঙ্গানার মেহবুবনগরের প্রাক্তন বিজেপি সাংসদ জিতেন্দ্র রেড্ডিও হাত শিবিরে যোগ দিয়েছেন। এবার ঠিক লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগে বিজেপি ছাড়লেন মধ্যপ্রদেশ থেকে নির্বাচিত রাজ্যসভা সাংসদ অজয় প্রতাপ সিংহ।
শনিবার দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি লিখে বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। তিনিও কংগ্রেসে যোগদান করতে পারেই বলেই জল্পনা। উল্লেখ্য, গত মাসে রাজ্যসভা নির্বাচনে অজয়কে পুনর্মনোনয়ন দেয়নি বিজেপি। দলের একটি সূত্রের খবর, তিনি মধ্যপ্রদেশের সিধি লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু ওই কেন্দ্রে বিদায়ী সাংসদ রীতি পাঠককে সরিয়ে নতুন মুখ রাজেশ মিশ্রকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। সেই ক্ষোভ থেকেই দল ছাড়লেন অজয়।