গত রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে ৪২ জনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করে স্নায়ুযুদ্ধে অনেকটাই এগিয়ে গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। যেখানে প্রথম দফায় রাজ্যের ২০ আসনে প্রার্থী ঘোষণার পর কোনও উচ্চবাচ্যই করছে না গেরুয়া শিবির। তৃণমূল সব আসনে প্রার্থী ঘোষণা করে দেওয়ার পর এক সপ্তাহ হতে চলল— দ্বিতীয় দফার তালিকা আসেনি তাদের। তাই বাকি আসনগুলির প্রার্থী কবে ঘোষণা করা হবে? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আসলে প্রার্থী নিয়ে জল মাপতে সময় নেওয়া হচ্ছে। তবে শীঘ্রই বাকি কেন্দ্রগুলির প্রার্থী তালিকা ঘোষণা হবে বলে সূত্রের খবর।
এদিকে এই নিয়ে দলের অন্দরে জোর চর্চা শুরু হয়েছে। কারণ ইতিমধ্যেই চাউর হয়ে গিয়েছে প্রার্থী তালিকা প্রকাশ করতে বিজেপি ব্যাকফুটে। তবে গেরুয়া শিবিরের অনেক নেতার মত, ভোট হবে পদ্ম প্রতীকে আর নরেন্দ্র মোদীর ক্যারিশ্মায়। কিন্তু বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত সোশ্যাল মিডিয়া মন্তব্য করেন, ‘বিজেপি ১০ দিন আগে প্রার্থী তালিকা ঘোষণা করে যে গতি দেখিয়েছিল সেটা পরবর্তী তালিকা ঘোষণা করতে দেরি হওয়ায় ক্ষতি হয়ে যেতে পারে। কারণ তৃণমূল নিষ্ঠুর দল। কোনও ব্যাকরণ মানে না। বেশি দেরি হলে নানারকম জল্পনা ছড়াতে পারে। যেটা দলের পক্ষে ক্ষতিকর হতে পারে।’
অন্যদিকে বিজেপির অন্দরে প্রার্থী নিয়ে অনেক মতভেদ তৈরি হয়েছে বলে সূত্রের খবর। এক একটি কেন্দ্রে তিনটি থেকে চারটি নাম জমা পড়েছে। তার সঙ্গে সুপারিশ। কারও সুপারিশ কত জোরালো তার উপর নির্ভর করছে প্রার্থী কে হবেন। সিটিং এমপি অনেকে টিকিট পাবেন না। সেখানে নতুন মুখ আসতে পারে। তবে এখানেও কাজ করছে গোষ্ঠীকোন্দল। তাতে অনেকে বাদ পড়তে পারেন। আবার যাঁকে টিকিট দেওয়া হবে তিনি জিততে পারবেন কিনা—এমন নানা জল মাপা চলছে। তাই দেরি হচ্ছে প্রার্থী তালিকা প্রকাশ পেতে।