জোরকদমে শুরু হয়ে গেল প্রচার। রবিবার ‘জনগর্জন সভা’য় আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রার্থীতালিকা ঘোষণা করেছে তৃণমূল। আর নাম ঘোষণা হওয়ার পরদিনই সোমবার মালদহ পৌঁছলেন মালদহে উত্তরের প্রার্থী প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়। স্টেশনে নামামাত্রই কর্মী-সমর্থকদের শুভেচ্ছা পেলেন তিনি। ফুল, মালা দিয়ে তাঁকে বরণ করে নিলেন কর্মীরা। এরপরই স্টেশন থেকে বেরিয়েই চা-চক্রের মাধ্যমে জনসংযোগ সেরে ফেলেন প্রসূন। পথাচারিদের সঙ্গে কথা বলেন। তাঁকে দেখে এগিয়ে আসেন অনেক বাসিন্দাও। কিছু সমস্যার কথা তুলে ধরেন প্রার্থীর কাছে। প্রসূন জানান, সব সমস্যার সমাধান করবে তৃণমূল।
এরই পাশাপাশি তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দিয়েছেন। আর আমি আপনাদের সমর্থন চাই।” প্রসঙ্গত, ব্রিগেডে জনগর্জন সভা থেকে মালদহ উত্তর কেন্দ্রের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নাম ঘোষণার পরেই এদিন তিনি মালদহের মাটিতে পা রাখেন। মালদহ স্টেশন থেকে সোজা পুরাতন মালদহ চৌরঙ্গী মোড়ে একটি চা চক্রে তিনি মিলিত হন। চক্রের মাধ্যমে মঙ্গলবাড়ি এলাকায় তিনি প্রচার করেন। উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি শুভদীপ সান্যাল,পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ,ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমূখ। প্রচার শেষে মালদহ প্রেস কর্নারে সাংবাদিকদের মুখোমুখি হন প্রার্থী।