অনলাইনের দৌলতে কম সময়ের মধ্যে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। তাই মিটিং, মিছিলের পাশাপাশি বিগত কয়েক বছর ধরে ডিজিটাল প্রচারে জোর দিয়েছে রাজনৈতিক দলগুলি।
লোকসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির এই ডিজিটাল প্রচার চোখে পড়ার মতো। জনসংযোগের ভিত্তি মজুবত করতে সম্প্রতি রাজনৈতিক দলগুলি ডিজিটাল প্রচারে কে কত টাকা ঢেলেছে, তা নিয়ে সম্প্রতি সমীক্ষা করেছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম।
ওই সমীক্ষা অনুযায়ী, মেটা এবং গুগলে গত তিন মাসে (৫ ডিসেম্বর থেকে ৩ মার্চ) বিজ্ঞাপন বাবদ ভারতের রাজনৈতিক দলগুলির মোট খরচের পরিমাণ ১০২.৭ কোটি টাকা!
ডিজিটাল প্রচার খরচে শীর্ষে রয়েছে বিজেপি।
সমীক্ষায় দাবি করা হয়েছে, গত তিন মাসে অনলাইন প্রচারে বিজেপি ব্যয় করেছে ৩৭ কোটি টাকারও বেশি। সেখানে কংগ্রেস খরচ করেছে ১২.২ লক্ষ টাকা। অর্থাৎ বিজেপির চেয়ে প্রায় ৩০০ গুণ কম! এর মধ্যে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার প্রচারে কংগ্রেস ব্যয় করেছে ৫.৭ লক্ষ টাকা।
অনলাইন খরচের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশের শাসকদল ওয়াইএসআর কংগ্রেস পার্টি। তারা ব্য করেছে ৪ কোটি। ওড়িশার বিজু জনতা দল প্রচারে ব্যয় করেছে ৫১ লক্ষ টাকা। গত তিন মাসে অন লাইন প্রচারে তৃণমূল ব্যয় করেছে ২৭ লক্ষ টাকা।