পেশায় অভিনেত্রী হলেও শুধুমাত্র বিতর্কিত মন্তব্যের জেরেই সাম্প্রতিককালে বারংবার বিতর্কের শিরোনামে উঠে এসেছেন তিনি। ইতিমধ্যেই তাঁকে বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ নামে দেগে দিয়েছেন সমালোচকরা। এবার ফের খবরে কঙ্গনা রানাওয়াত। অনন্ত আম্বানির প্রি-ওয়েডিং ব্যাশে নিমন্ত্রিতদের তালিকায় প্রায় গোটা বলিউড হাজির থাকলেও বাদ পড়েছিলেন তিনি। এবার তা নিয়েই কঙ্গনার আলটপকা মন্তব্য, ‘আমাকে পাঁচ মিলিয়ন দিলেও আমি কোনোদিন বিয়েতে নাচতে যেতাম না। আমার জীবনে অনেক অর্থকষ্ট এসেছিল। কিন্তু তা বলে কোনোদিন আমি বিয়েতে নাচ করার কথা ভাবিনি।’
এরপরেই তাঁর সংযোজন, ‘আমি আর লতা জি দুজন মানুষ যাঁদের বহু হিট গান আছে। এরপরেও আমার কাছে অনেক আইটেম সংয়ের অফার আসে। কিন্তু আমি করিনি। ধীরে ধীরে অ্যাওয়ার্ড শোতেও যাওয়া বন্ধ করে দিই। এরকম ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য সাহস দরকার। নাম, যশকে না বলার জন্য মনের জোর চাই। এই শর্টকাটের দুনিয়ায় আজকের জেনারেশনের বোঝা দরকার, শুধুমাত্র সততাই এই দুনিয়ায় বাঁচতে সাহায্য করবে।’ স্বাভাবিকভাবেই কঙ্গনার এই নয়া মন্তব্য নিয়ে ট্রোলিংয়ের ঝড় শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর কথায় স্পষ্ট, যে জামনগরে তিন খান থেকে শুরু করে একাধিক বলি তারকার নাচ দেখে তিনি এই মন্তব্য করেছেন।