নিয়গের বিজ্ঞপ্তি জারি করল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। অনলাইনেই করা যাবে আবেদন। সব মিলিয়ে ২৭টি শূন্যপদ রয়েছে। সেই শূন্যপদে নিয়োগ করা হবে। টেকনিক্যাল অফিসার( টেক্সটাইল) পদে চাকরির আবেদন করা যেতে পারে।
এই পোস্টে আবেদন করার জন্য হ্যান্ডলুম বা টেক্সটাইল প্রযুক্তিতে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। এই ধরনের ডিগ্রি বা ডিপ্লোমা থাকলেই তবে এই পোস্টে আবেদন করা যাবে। বস্ত্র শিল্পের ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরই এই চাকরির জন্য আবেদন করা যাবে।
৩৬ বছর বয়স পর্যন্ত এই পদের জন্য় আবেদন করা যাবে। আবেদন করার সময় বয়সের প্রমাণপত্র দাখিল করতে হবে। তবে ৩৬ বছরের উপর বয়স হলে তারা এই পদের জন্য় আবেদন করতে পারবেন না।
এই আবেদনের জন্য নির্দিষ্ট ফি দিতে হবে। তবে সংরক্ষিত পদের জন্য় একধরনের ফি থাকবে। আর অসংরক্ষিত পদের জন্য আর একরকম ফি থাকবে। তফশিলি জাতি ও উপজাতি ও বিশেষভাবে সক্ষমদের জন্য কোনও ফি লাগবে না। তাঁরা বিনা পয়সায় আবেদন করতে পারবেন। তবে যারা ভিনরাজ্য়ের বাসিন্দা অথচ এসসি, এসটি ও বিশেষভাবে সক্ষম তাদের ফি জমা দিতে হবে। অন্যান্যদের ক্ষেত্রে ২১০ টাকা ফিজ জমা দিতে হবে।
এই পদে বেসিক পে হিসাবে পাবেন ৩৫,৮০০ টাকা। পরে তা বেড়ে গিয়ে ৯২,১০০ টাকা হয়ে যাবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।