তিনি মুখ্যমন্ত্রী হতে চান না। মুখ্যমন্ত্রী পদের প্রতি তাঁর কোনও মোহ নেই। এবার এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাফ জানিয়েছেন, তিনি দলের কাজেই নিজেকে নিয়োজিত রাখতে চান। প্রশাসনে থাকতে চান না। এমনকী ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তিনি কোনও মন্ত্রী হতে চান না।
প্রসঙ্গত, অভিষেক বারবার দলের সৈনিক বলে নিজেকে দাবি করে থাকেন। তিনি বরাবরই দাবি করে থাকেন, ‘দলের একজনই নেত্রী। তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশেই তিনি কাজ করবেন। অন্য কারও নির্দেশে তিনি কাজ করবেন না।’ এবারও সে কথাই শোনা গেল তাঁর মুখে। মুখ্যমন্ত্রীর পদ নিয়ে তিনি বলেন, ‘প্রশাসনে থাকার আমার কোনও ইচ্ছা নেই। আমি দলের কাজেই নিজেকে ব্যস্ত রাখতে চাই।’