কলকাতায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আসলেই তাঁকে ঘেরাও করা হবে! বারাণসীর জ্ঞানবাপী মসজিদে পুজো নিয়ে এভাবে যোগী আদিত্যনাথকে হুমকি রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর। আদালতের নির্দেশ মসজিদের বেসমেন্টে শুরু হয়েছে পুজো। আর তাতে নিষেধাজ্ঞা চেয়ে শুক্রবার কলকাতায় মিছিল করে জমিয়তে উলামায়ে হিন্দ।
গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে এই মিছিল হয়। আর সেখান থেকেই একেবারে কড়া ভাষায় যোগী আদিত্যনাথকে বার্তা জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতির। তিনি বলেন, ওরা জ্ঞানবাপীতে পুজো শুরু করেছে। অবিলম্বে মসজিদ খালি করতে হবে। না হলে কলকাতায় যোগী আদিত্যনাথ আসলেই ঘেরাও করা হবে বলে মন্তব্য তৃণমূল বিধায়কের।
তাঁর কথায়, আপনারা (পড়ুন যোগী সরকার) আজ ক্ষমতায় আছেন বলেই মসজিদ ভেঙে পুজোপাঠ করবেন? এটা ভারতের সংবিধান বিরোধী বলেও মন্তব্য করেছেন সিদ্দিকুল্লা চৌধুরীর। এমনকী সেখানে পুজোপাঠ বন্ধ করে জ্ঞানবাপী মসজিদ মুসলিকদের ফেরত দেওয়ারও আবেদনও জানিয়েছেন তিনি।
সম্প্রতি জ্ঞানবাপী মসজিদে মন্দির থাকার অস্তিত্ব পেয়েছে ভারতের আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া। আদালতকে এক রিপোর্টে বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, মন্দিরের কাঠামোর উপরেই তৈরি হয়েছে মসজিদ। এমনকি মসজিদ চত্বরে স্বস্তিক চিহ্ন, সাপ, দেবতার চিহ্ন, পদ্ম ফুলের চিহ্ন, ঘণ্টা চিহ্ন, ওম লেখা চিহ্ন, খণ্ডিত মূর্তি ও মন্দিরের ভাঙা স্তম্ভের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে বলেও দাবি করা হয়েছে। যদিও এই রিপোর্ট মানতে চান না সিদ্দিকুল্লা চৌধুরী।