ক্যাগ রিপোর্ট নিয়ে আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ক্যাগ রিপোর্ট নিয়ে সাংবাদিক বৈঠক করে তৃণমূল স্পষ্ট জানিয়ে দিল, বাম আমলে কী হয়েছে তার দায় বর্তমান সরকার নেবে না।
রবিবার সকালে তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করেন দলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ ব্রায়েন, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, মুখপাত্র কুণাল ঘোষ। তাঁরা জানিয়েছেন, ক্যাগ রিপোর্টে ২০০২-০৩ সাল থেকে ২০২০-২১ সালের কথা বলা হয়েছে। কিন্তু এই সময়ে বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। তাই বাম আমলে কী হয়েছে তার দায় বর্তমান তৃণমূল সরকার নিতে বাধ্য নয়।
শাসক শিবিরের দাবি, যতবার কেন্দ্রের তরফে টাকা এসেছে তৃণমূল সরকার যথাযথ সময়ে, যথাযথ কেন্দ্রীয় বিভাগে তার খরচের হিসাব দিয়েছে। তাই জন্যই এতে কোনও বিতর্ক নেই, পরের টাকাও ঠিক সময়ে এসেছে। তৃণমূলের অভিযোগ, ক্যাগের রিপোর্টের ধরনকে হাতিয়ার করে বিজেপি বাংলাকে বদনাম করার চেষ্টা করছে, বাংলার সরকারকে অপবাদ দিচ্ছে।
রাজ্যে সরকারি প্রকল্প খাতে কেন্দ্র ও রাজ্য যে অর্থবরাদ্দ করে তার কতটা খরচ হল, কীভাবে খরচ হল সেই হিসাব রাখতে হয়। তাকে ইউটিলাইজেশন সার্টিফিকেট বলে। অনেক সময়ে দেখা যায়, আগের কিস্তির টাকা খরচের হিসাব তথা ইউটিলাইজেশন সার্টিফিকেট না পেলে পরের কিস্তির টাকা দেয় না কেন্দ্র। তৃণমূল সাফ জানিয়েছে, ২০১১ সালের পর থেকে এই বিষয়ে কোনও গলদ হয়নি সরকারের।