কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডের পাশে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধরনায় বসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল, অর্থাৎ শনিবার বিকালে মহামেডান স্পোর্টিং ক্লাবের তাঁবুতে আসেন তিনি। ক্লাব লনে প্রায় এক ঘণ্টা মহামেডান কর্তাদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম এবং আমিরুদ্দিন ববি, ইস্তিয়াক আহমেদ, দীপেন্দু বিশ্বাস, বেলাল খানের মতো সাদা-কালো ক্লাব কর্তারা।
সূত্র জানিয়েছে, আগামী বছর মহামেডানের আইএসএল খেলা নিয়ে সাদা-কালো কর্তাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। আপাতত আই লিগের শীর্ষে আছে মহামেডান। লিগ চ্যাম্পিয়ন হতে পারলে আগামী বছর আইএসএল খেলার সুযোগ পাবে তারা। মহামেডান আইএসএল খেললে রাজ্য সরকারের তরফে সবরকম সাহায্য করা হবে বলে এদিন মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন বলেই খবর। রবিবার নৈহাটিতে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে আই লিগের দ্বিতীয় পর্বে অভিযান শুরু করতে চলেছে মহামেডান। ১১ ম্যাচে ২৭ পয়েন্ট পেয়ে লিগ শীর্ষে আছে তারা। সামাদ আলি মল্লিক ও অভিজিৎ সরকারকে পাচ্ছেন না কোচ আন্দ্রে চেরনিশভ।