সারা দেশে পালিত হচ্ছে ৭৫ তম সাধারণতন্ত্র দিবস। এদিনের সকালে আবারও দেশ তথা রাজ্যবাসীকে সংবিধানের আক্ষরিক স্মরণ করালেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সকালে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন অভিষেক। লেখেন, ‘সংবিধান নিছক আইনজীবীদের নথি, দলিল নয়; এটি জীবনের চালিকাশক্তি। আমরা সাড়ম্বরে প্রজাতন্ত্র দিবস উদযাপন করছি বটে, তবে আমাদের প্রত্যেকের উচিত জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সংবিধান রক্ষা করে যেতে হবে’।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরিয়ে বিজেপিকেই কটাক্ষ করেছেন। বিজেপির বিরুদ্ধে তৃণমূল সব সময়ে সংবিধানের কাঠামো নষ্ট করছে। এদিন অবশ্য কারোর নাম না করেই বিজেপিকেই ঘুরিয়ে বার্তা দিতে চাইলেন অভিষেক।
প্রসঙ্গত, রেড রোডে সাধারণতন্ত্র দিবস উদযাপন হচ্ছে। অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুচকাওয়াজে অংশগ্রহণ রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের একাধিক ট্যাবলো। তথ্য ও সংস্কৃতি দফতরের ‘ধর্ম যার যার, উত্সব সবার’ ট্যাবলো। থাকবে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের ট্যাবলো। কলকাতা পুলিশের ট্যাবলোর বিষয়বস্তু সেফ ‘ড্রাইভ সেফ লাইফ’। রাজ্যের জিআই তকমা পাওয়া ২৭টি পণ্যকে কুচকাওয়াজে তুলে ধরা হবে।