উস্কানি দেওয়াই ওদের কাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাম মন্দির উদ্বোধনের প্রাক্কালে এমনই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর অভিযোগ, ‘রামমন্দির উদ্বোধন এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামিকাল কলকাতায় সংহতি মিছিলেও বাংলায় গন্ডগোল করার চেষ্টা করা হচ্ছে। একটি রাজনৈতিক দল যারা উস্কানি নির্ভর একটা দল। তা ছাড়া আর ওরা কিছু জানে না।’
প্রসঙ্গত, আজ রাম মন্দির উদ্বোধনের দিনই মুখ্যমন্ত্রী পদযাত্রা করে পার্ক সার্কাস ময়দানে এসে সভায় বক্তব্য রাখবেন। সেই সভাস্থল পরিদর্শনে রবিবার পার্ক সার্কাস ময়দানে এসে ফিরহাদ হাকিম বিজেপিকে নিশানা করেন। বলেন, ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। কিন্তু বিজেপি বিভাজনের রাজনীতি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ধর্মের মানুষজনকে নিয়ে একসঙ্গে চলেন। আর বিজেপি শুধুই উস্কানি দেয়।