সম্প্রতি ভূস্বর্গের রাজৌরি এবং পুঞ্চ এলাকায় জঙ্গিদের কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। সেখানে গত সাত মাসে অফিসার এবং কমান্ডো সহ মোট ২০ জন সেনার মৃত্যু হয়েছে জঙ্গি হামলায়। আর সে কারণেই জঙ্গি দমনের রণকৌশল ঠিক করতে পুঞ্চয় পৌঁছে বৈঠকে বসেছিলেন ভারতীয় সেনা বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, কমান্ডিং-ইন-চিফ (জেনারেল অফিসার ) উত্তর কমান্ড সহ উচ্চ-পদস্থ কর্মকর্তারা। আর তারই মধ্যে শুক্রবার কৃষ্ণঘাটি এলাকায় বাহিনীকে লক্ষ্য করে মুর্হু মুহু উড়ে এল জঙ্গিদের গুলি।
‘পজিশন’ নিয়ে পাল্টা জবাব দিয়েছে সেনাও। সংবাদ সংস্থা সূত্রের খবর, কৃষ্ণঘাটি এলাকায় অত্যন্ত দুর্গম। ওই পথ দিয়ে বাহিনীর গাড়ি যাওয়ার সময় জঙ্গি আক্রমণ শুরু হয়। রাতভর গুলির লড়াই চলেছে। তবে হতাহতের খবর এখনও স্পষ্ট নয়। এই মুহূর্তে পাহাড়টিকে চারদিক থেকে ঘিরে ফেলে জঙ্গিদের খতমের চেষ্টা করছেন জওয়ানরা। বাহিনী সূত্রে জানা গিয়েছে, গত তিন সপ্তাহে এই অঞ্চলে সেনাবাহিনীর উপর এটি দ্বিতীয় সন্ত্রাসী হামলা। জঙ্গিদের অর্তকিত হামলায় এর আগে চার সেনা নিহত হয়েছেন।