গত শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ তথা সন্দেশখালি ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শেখ শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তল্লাশি অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির সরবেড়িয়া। সেখানে স্থানীয়দের বাধার মুখে পড়েন ইডি আধিকারিকরা। মারমুখী জনতার সামনে পড়ে এক ইডি আধিকারিকের মাথাও ফাটে। এবার তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। অভিযোগ, ইডির হানার পর তৃণমূল নেতার বাড়ি থেকে খোয়া গিয়েছে ১ লক্ষ ৩৫ হাজার টাকা।
গত ৫ জানুয়ারি ন্যাজাট থানায় ইডির বিরুদ্ধে দায়ের করা এফআইআরের পাতার ৯ নম্বর কলামে ‘পার্টিকুলার্স অফ প্রোপার্টি স্টোলেন’-এর পাশে লেখা হয়েছে, ‘আনুমানিক ১,৩৫,০০০ টাকার সঙ্গে বেশ কিছু কাগজপত্র এবং মূল্যবান জিনিস।’ এ ছাড়াও ৭ নম্বর কলামে অভিযুক্তের জায়গায় উল্লেখ করা হয়েছে, কয়েক জন অচেনা ব্যক্তি, যাঁরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রতিনিধিত্ব করেছেন। এখানেই শেষ নয়, পুলিশের একটি সূত্রে খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ওই এফআইআরে এক মহিলার শ্লীলতাহানি, অনুপ্রবেশ এবং ভয় দেখানোর মতো অভিযোগ করা হয়েছে। সংশ্লিষ্ট অভিযোগটি করেছিলেন জনৈক দিদার বক্স মোল্লা। যিনি শাহজাহানের বাড়ির কেয়ারটেকার বলে অভিযোগপত্রে দাবি করেছেন। এছাড়াও সন্দেশখালিকাণ্ডে ইডির বিরুদ্ধে আরও দু’টি এফআইআর দায়ের হয়েছে।