রাজ্যে গ্রাম পঞ্চায়েত স্তরে ছ’হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে। সেগুলিতে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। বৃহস্পতিবার বৈঠকের পর জানিয়ে দিলেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী মানস ভুইয়াঁ।
নতুন বছরে বৃহস্পতিবার প্রথম বার বৈঠকে বসে রাজ্যের মন্ত্রিসভা। দিন কয়েক আগে স্বরাষ্ট্রসচিব এবং মুখ্যসচিব বদল হয়েছে। স্বরাষ্ট্রসচিব পদে বসেছেন বিপি গোপালিক। স্বরাষ্ট্রসচিব হয়েছেন নন্দিনী চক্রবর্তী। তার পর প্রথম বার বৈঠকে বসেছে মন্ত্রিসভা। সে কারণে এই বৈঠককে ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করা হচ্ছিল।
বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশেষত, নিয়োগ এবং কর্মসংস্থান সংক্রান্ত। গ্রাম পঞ্চায়েতে ছ’হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। হাওড়ায় নতুন হোসিয়ারি ইউনিট খোলার বিষয়েও সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। মেটিয়াবুরুজে হচ্ছে টেক্সটাইল হাব। জমি হস্তান্তরের বিষয়েও গুরুত্বপূর্ণ পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।
বৈঠক শেষে মানস জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েত স্তরে ৬,৬৫২টি পদ শূন্য ছিল। মন্ত্রিসভার বৈঠকে এগুলি পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েত সমিতি স্তরেও ৫৬৪টি পদ খালি রয়েছে। সেগুলিতেও নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মানস। মেটিয়াবুরুজে টেক্সটাইল হাবের কাজ হচ্ছে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে শিল্প এবং বাণিজ্য মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী আগেও বলেছেন, মেটিয়াবুরুজে টেক্সটাইল হাব হবে। কাজ হচ্ছে। এটা নিয়ে মুখ্যমন্ত্রী আবারও বলতে বলেছেন।’