এবার মণিপুরের পার্বত্য এলাকায় অপহরণ করে খুন করা হল ৪ জনকে! জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে তাঁদের দেহ। মৃতদের মধ্যে দু’জন আবার সম্পর্কে বাবা ছেলে। পুলিশ সূত্রের খবর, মৃতেরা সকলেই বিষ্ণুপুর জেলার আকাসোই গ্রামের বাসিন্দা। বুধবার গ্রামের কাছেই জঙ্গলে কাট কুড়োতে গিয়েছিলেন তাঁরা।
কিন্তু জঙ্গল থেকে আর বাড়ি ফেরেননি কেউ! পরিবারের লোকেদের দাবি, নিখোঁজ হয়ে গিয়েছিলেন ৪ জনই। খবর দেওয়া হয় থানায়। চুড়াচাঁদপুর ও বিষ্ণুপুর জেলার মাঝে পার্বত্য় এলাকার জঙ্গল থেকে ওই ৪ জনের দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, জঙ্গলে কাঠ কুড়োনোর সময়ে কোনওভাবে দুই জেলার সীমান্তে চলে যান তাঁরা। এরপর ৪ জনকে প্রথমে অপহরণ, তারপর খুন করে জঙ্গিরা।