প্রবল চাঞ্চল্য ছড়াল আসানসোল স্টেশন। সেখানকার বিভিন্ন ডিসপ্লে বোর্ড থেকে উধাও হয়ে গিয়েছে বাংলা! এমনই অভিযোগ তুলে আসানসোল স্টেশন চত্বরে বিক্ষোভ দেখাল পশ্চিম বর্ধমান জেলা শাখার বাংলা পক্ষ। শুক্রবার বাংলা পক্ষের সদস্যরা মিছিল করে ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখানোর পর স্মারকলিপি জমা দেন। সংগঠনের দাবি, আসানসোল সহ ডিভিশনের সমস্ত স্টেশনে ডিজিটাল ডিসপ্লে বোর্ডে বাংলা অক্ষরে লেখার ব্যবস্থা করতে হবে। দ্রুত পরিস্থিতি বদল না হলে তীব্র আন্দোলন হবে বলে জানিয়েছেন তাঁরা।
এরই পাশাপাশি, আসানসোল রেল ডিভিশনের ডিআরএমের কাছে প্রতিবাদের স্মারকলিপিও তুলে দেওয়া হয়েছে বাংলা পক্ষের পশ্চিম বর্ধমান জেলা শাখার তরফ থেকে । শুক্রবার বাংলা পক্ষের সদস্যরা আসানসোল রেলস্টেশন সংলগ্ন এলাকায় মিছিল করেন । তাঁদের দাবি, রেলের ডিসপ্লে বোর্ডে ফিরিয়ে আনতে হবে বাংলা ভাষাকে। উল্লেখ্য, বিগত ২০১৯ সালেও আসানসোল রেলস্টেশনে প্রতিটি ডিসপ্লে বোর্ডে বাংলা ভাষা ফিরিয়ে আনার জন্য উক্ত সংগঠনটি আন্দোলনে সামিল হয়েছিল।