আর কিছুদিন পরেই শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। জোরকদমে চলছে তার প্রস্তুতি। সব খতিয়ে দেখতে আগামী ৮ই জানুয়ারি গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিনই তিনি কপিলমুনির আশ্রমে পুজো দেবেন। দেখা করবেন মন্দিরের প্রধান পুরোহিতের সঙ্গে। পুজো শেষে তাঁর ভারত সেবাশ্রম সংঘে কিছুটা সময় কাটানোর সম্ভাবনা রয়েছে। পরদিন ৯ই জানুয়ারি জয়নগরে প্রশাসনিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।
উল্লেখ্য, গঙ্গাসাগর থেকেই জয়নগরের সভা হয়ে কলকাতায় ফিরবেন মমতা। প্রতি বছরের মতো এবছরও একঝাঁক মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে সাগর মেলার জন্য। লক্ষ লক্ষ পুণ্যার্থী মকরসংক্রান্তি স্নানের জন্য মেলায় আসবেন। কলকাতার বাবুঘাটে সাধু-সন্তদের জন্য আলাদা ব্যবস্থা হয়েছে। লট এইট, কচুবেড়িয়া-সহ সাগরের বিভিন্ন জায়গায় পুণ্যার্থীদের জন্য একাধিক বন্দোবস্ত করা হয়েছে।