মোদীবন্দনায় কেন্দ্রের কোষাগার থেকে কত খরচ হচ্ছে তা ফাঁস করে দিতেই শাস্তির মুখে পড়লেন সরকারি আধিকারিক। মাত্র সাত মাস আগে সেন্ট্রাল রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক পদে যোগ দিয়েছিলেন শিবরাজ মানসপুরে। কোনও কারণ না দেখিয়ে ২৯ ডিসেম্বর, ২০২৩-এ হঠাৎ বদলি করা হয়েছে তাঁকে। আর এই বদলি করা হয়েছে রেলওয়ে স্টেশনগুলিতে নরেন্দ্র মোদীর ৩ ডি ‘সেলফি পয়েন্ট’ তৈরিতে কত খরচ হয়েছিল তার বিশদ প্রকাশিত হওয়ার পর। কোনও কারণ না জানিয়ে বা পরবর্তী পোস্টিং কোথায় হবে তা না জানিয়েই মানসপুরেকে বদলি করা হয়েছে।
সেন্ট্রাল রেলওয়ে ভারতীয় রেলওয়ের ১৯টি জোনের মধ্যে একটি। অমরাবতীর সমাজকর্মী অজয় বোস, সেন্ট্রাল রেলওয়ে, ওয়েস্টার্ন, সাউদার্ন, নর্দার্ন এবং নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের সেলফি বুথে খরচের বিশদ জানতে চেয়ে তথ্যের অধিকার আইনের অধীনে প্রশ্ন দায়ের করেছিলেন। সেন্ট্রাল রেলওয়ে নির্দিষ্ট খরচের প্রশ্নের উত্তর দেওয়ার একমাত্র জোন। প্রশ্নের জবাবে জানানো হয়েছে, শুধুমাত্র সেন্ট্রাল রেলওয়ে জোনে, প্রায় ২০টি ‘স্থায়ী’ সেলফি বুথ স্থাপন করা হয়েছে। প্রতিটিতে খরচ হয়েছে ৬.২৫ লক্ষ টাকা। মোট খরচের পরিমাণ ১.২৫ কোটি টাকা। আরও ৩২টি অদ্ভুত ‘অস্থায়ী’ সেলফি বুথ রয়েছে যার প্রতিটির খরচ ১.২৫ লক্ষ টাকা (মোট ৪০ লক্ষ টাকা)৷
সেন্ট্রাল রেলওয়ে থেকে তথ্য ডেপুটি জেনারেল ম্যানেজার অভয় মিশ্র সরবরাহ করেছিলেন, কিন্তু শাস্তির কোপ পড়েছে প্রধান জনসংযোগ অফিসারের উপর। করদাতাদের টাকায় মোদী সেলফি পয়েন্ট বানিয়ে বিজেপি সরকারের প্রচারের ঢাক পেটানোর ব্যবস্থা হয়েছে। টাকার অঙ্ক ফাঁস করতেই রাজরোষে সরকারি কর্মী।