দেশের শহরগুলির মধ্যে বাড়ির ক্রয়ক্ষমতা সূচকে দ্বিতীয় স্থানে বাংলার মেট্রো শহর কলকাতা। হ্যাঁ, কলকাতা ২০২৩ সালে ২৪ শতাংশ অনুপাত সহ ভারতীয় শহরগুলির মধ্যে বাড়ির ক্রয়ক্ষমতা সূচকে দ্বিতীয় স্থান অর্জন করেছে৷ অন্যান্য শহরের অনুপাতের স্তর ২০২২ থেকে এক শতাংশ এবং ২০১৯-এর প্রাক-মহামারী বছর থেকে আট শতাংশ বেড়েছে। এমনটাই জানিয়েছে , নাইট ফ্রাঙ্ক ইন্ডিয়ার মালিকানাধীন ‘সামর্থ্য সূচক’।
২০২২ সালে সামর্থ্যের সংক্ষিপ্ত পতনের পরে ২০২৩ সালে ইএমআই থেকে আয়ের অনুপাত বেড়েছে বলেই জানা গিয়েছে। গত বছরের তুলনায় সামান্য ভাল হলেও, ২০১৯ সাল থেকে শহর জুড়ে বাড়ির ক্রয়ক্ষমতাও উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।