টার্গেট মহিলা ভোটব্যাঙ্ক। বছর ঘুরলেই লোকসভার মহারণ। আর লোকসভা ভোটের ময়দানকেই পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল শিবির। সম্প্রতি ঢেলে সাজানো হয়েছে দলের মহিলা সংগঠন। ছয় জেলায় জেলা সভানেত্রী হিসেবে নতুন মুখ নিয়ে আসা হয়েছে।
এরই মধ্যে আজ থেকে, পাড়ায় পাড়ায় বৈঠক কর্মসূচি করতে চলেছে মহিলা তৃণমূল কংগ্রেস। আজ ২২ তারিখ থেকে ৪৫ দিন চলবে এই কর্মসূচি। দেশজুড়ে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে মধ্যবিত্তের রান্নাঘরে। তার প্রতিবাদে এবং বিজেপি বিরোধিতায় চলবে প্রচার।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার প্রেসিডেন্ট চন্দ্রিমা ভট্টাচার্য এবং চেয়ারপার্সন মালা রায় ৪৫ দিনের একটি কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা করেন। একের পর এক পাড়ায় বৈঠক কর্মসূচির মাধ্যমে রাজ্যের সমস্ত প্রান্তের মহিলাদের সঙ্গে সংযোগ স্থাপন করা এবং রাজনীতিতে আগ্রহী মহিলাদের পথ প্রদর্শন করার উদ্দেশ্যেই এই কর্মসূচি পালন করা হবে।এই কর্মসূচি আজ ২২ ডিসেম্বর থেকে শুরু হবে এবং ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
এই স্বতন্ত্র উদ্যোগের মাধ্যমে মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রীরা বাংলার বিভিন্ন জেলার মহিলাদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করবেন। তৃণমূলের তরফে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের উন্নয়নে অসংখ্য পদক্ষেপ করেছেন। তাঁর অনুপ্রেরণাতেই এই কর্মসূচি পালন করা হবে।নেতৃত্বের দাবি, এই কর্মসূচির মাধ্যমে বাংলার নারীশক্তির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের এত দিনের সম্পর্ক আরও মজবুত হবে।