ফের নিজেকে হাসির খোরাক করে তুললেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার দুপুরে নিজের শহর কাঁথিতে দাঁড়িয়ে হঠাৎই তিনি বলে বসলেন, “রাজ্যে শীত না পড়ার জন্য দায়ী তৃণমূল।” দাবি করলেন, তৃণমূলকে না হারালে রাজ্যের মুক্তি নেই। এদিন কাঁথিতে প্রাক্তন সেনাকর্মীদের সম্মেলনে যোগদান করে শুভেন্দুবাবু বলেন, “কলকাতায় তো আর কোনও পুকুরের অস্তিত্ব রাখেনি। কলকাতায় তৃণমূলের পুরসভা ৫০০০ বড় পুকুর বুজিয়েছে। এই যে ডিসেম্বর মাসে আজকে দাঁড়িয়ে আছেন, শীত লাগছে? আমার তো গরম লাগছে। এর জন্য তো দায়ী তৃণমূল। সব পুকুর বন্ধ করে গাছ পর্যন্ত লোপাট করে দিয়েছে।”
স্বাভাবিকভাবেই, পুকুর ভরানোর জন্য শীত পড়ছে না – একথা মানতে নারাজ আবহাওয়াবিদরা। তাঁদের মতে এবছর এল নিনো চলায় এমনিতেই শীত পড়ার সম্ভাবনা কম ছিল। তার ওপর বৃহস্পতিবার থেকে আরব সাগরের ওপর তৈরি নিম্নচাপের জেরে আর্দ্র বাতাস গোটা ভারত ভূখণ্ডের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। যার জেরে সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এর সঙ্গে পুকুর ভরাটের প্রত্যক্ষ যোগাযোগ নেই বলেই জানিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই শুভেন্দুর এহেন মন্তব্য নিয়ে বিদ্রূপের ঝড় উঠেছে সমাজমাধ্যমে।