জনগণের সঙ্গে সংযোগ রক্ষায় ত্রুটি রয়েছে। গণলাইন সঠিকভাবে কার্যকর হচ্ছে না। দলের আভ্যন্তরীণ সমীক্ষায় পার্টি চিঠিতে এমনই উদ্বেগের প্রকাশ করেছে ‘সাইনবোর্ড’ থেকে ক্রমশই ‘ভিজিটিং কার্ডে’ পরিণত হওয়া বঙ্গ সিপিএম। রাজ্যে ক্ষমতা হারানোর পর জনগণের সঙ্গে যোগাযোগ কমেছে পার্টি কমরেডদের। জনগণের বড় অংশই মুখ ফিরিয়ে রয়েছে। লোকসভা নির্বাচনের আগে সেই ত্রুটির কথা মেনেই নিয়েছে আলিমুদ্দিন।
পার্টি চিঠির পাঁচ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, গণলাইন কার্যকর করার জন্য পার্টির সমস্ত স্তরের কাজের পদ্ধতির ব্যাপক পরিবর্তন প্রয়োজন। পার্টি ও গণফ্রন্টের দপ্তরে প্রয়োজন মতো বসতে হবে, আলোচনা করতে হবে। গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করতে হবে। তার পর জনগণের বিভিন্ন অংশের মধ্যে ছড়িয়ে পড়তে হবে। জনগণের সঙ্গে সহজ-সরলভাবে সম্পর্ক স্থাপনের কথা ও জনগণের থেকে শেখার মানসিকতা থাকতে হবে বলে পার্টি সদস্যদের উদ্দেশে বলা হয়েছে চিঠিতে।
একইসঙ্গে পার্টি সদস্যদের ত্রুটি সংশোধনের কথা বলা হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ৩৪ বছরের বাম সরকারের নেতিবাচক দিকগুলি মানুষ এখনও ভুলতে পারছে না, পাশাপাশি তৃণমূল সরকারের সাফল্য, জনপ্রিয় সামাজিক প্রকল্পের উপর মানুষ আস্থা রেখেছে। ফলে মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হচ্ছে পার্টি। আর একারণেই পার্টির গণলাইন সঠিকভাবে কার্যকর করার কথা বলা হল পার্টি চিঠিতে। পার্টি নেতাদের স্থানীয় ইস্যু চিহ্নিত করার ক্ষেত্রে ঘাটতি রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে পার্টি চিঠিতে।