বেফাঁস মন্তব্য করা বা হুমকি দেওয়াই হোক কিংবা কুকথার ফোয়ারা ছোটানো— সবেতেই গেরুয়া শিবিরের নেতা-নেত্রীদের জুড়ি মেলা ভার। আর সেই তালিকায় একেবারেই ওপরের দিকে নাম রয়েছে দিলীপ ঘোষের। এবার পুলিশকে এবার ‘নপুংসক’ বলে আক্রমণ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি! একইসঙ্গে তাঁর নিদান, তৃণমূল নেতারা এলাকায় এলে গাছে বেঁধে রাখবেন’। যা নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক।
গতকাল পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের মোহনপুরে বিজেপির পথসভায় যোগ দিয়ে দিলীপ বলেন, ‘পুলিশের কাজ কি? শুধুই বিরোধীদের আটকানো? তৃণমূল মিছিল করলে কতজনকে আটক করেন? পুলিশের মেরুদন্ড নেই, শুধু চামচাগিরি করবে, গরু পাচারের টাকা তুলবে’! এ নিয়ে তৃণমূলের অরূপ চক্রবর্তীর কটাক্ষ, ‘হতাশা বেরিয়ে আসছে! দিলীপবাবু পুলিশকে নপুংসক বলছেন, তাহলে তারা কোন বীরপুঙ্গব! দিলীপবাবুর নিজের বসার ঘরটা মুরলীধর লেনে, কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আসলে যা হয়, মানুষ যদি নিজের ঘরে গুরুত্ব না পায়, তাহলে বাইরে গুরুত্ব পাওয়ার চেষ্টা করে।’