বিজেপি বিরোধীতায় রাজনৈতিক সুর চড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়েই রবিবার সন্ধ্যায় দিল্লি পৌঁছন মমতা। আজ রাজধানীতেই বঙ্গভবনে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করবেন তিনি। লোকসভা নির্বাচনের আগে সাংসদদের ভূমিকা কি হতে চলেছে তা নিয়ে হবে এই বৈঠক। পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলার বকেয়া ইস্যুতে বৈঠকের আগে এই আলোচনা গুরুত্বপূর্ণ হতে চলেছে।
প্রসঙ্গত, সংসদের শীতকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রসের কৌশল ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, তথাকথিত কেন্দ্রীয় এজেন্সির ‘অপব্যবহার নিয়ে সংসদের এই অধিবেশন চলাকালীন তৃণমূলের অবস্থান কী থাকবে তা নিয়েই মুখ্যমন্ত্রী দলীয় সাংসদদের দিশা ও স্পষ্ট নির্দেশ দেবেন বলে মনে করছে রাজনৈতিক মহল। একের পর এক আন্দোলন, রাজধানীর বুকে ধরনা, বাদ যায়নি কিছুই। তারপরও ১০০ দিনের কাজের বকেয়া মেলেনি। সেই নিয়ে এ বার নিজে দিল্লি এসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা করতে চান তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ১০০ দিনের কাজ, সড়ক এবং আবাস যোজনা বাবদ বকেয়া ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা চাইবেন প্রধানমন্ত্রীর কাছে, যার মধ্যে ১০০ দিনের কাজেরই প্রায় ৫.৫ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে।