লোকসভা ভোটের মুখে দাঁড়িয়ে একদিকে যখন বিজেপির নেতা-মন্ত্রীরা ভারতের দ্রুততম বৃদ্ধির অর্থনীতির দেশ হওয়ার তকমাকে প্রচারের হাতিয়ার করছেন। বলছেন, অর্থনীতির বহরের দ্রুত ৫ লক্ষ কোটি ডলার ছুঁয়ে ফেলার কথাও। তখন তাঁদের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে সংসদে হলুদ গ্যাস কাণ্ড।
কারণ এর ফলে প্রশ্ন উঠে গেছে দেশের বেকারত্ব নিয়ে। এরই মধ্যে জানা গেল, দেশে প্রতি ১০০ জন স্নাতকের মধ্যে প্রায় ১৩ জন বেকার। খোদ সরকারি সমীক্ষায় উঠে আসা এই পরিসংখ্যান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের গত বছরের জুলাই থেকে এ বছর জুন পর্যন্ত করা সমীক্ষা অনুযায়ী, স্নাতকদের মধ্যে বেকারত্বের হার ১৩.৪ শতাংশ। যা তার আগের বছরের ওই সময়ের প্রায় ১৫ শতাংশ (১৪.৯ শতাংশ) থেকে কিছুটা কম। তবে বিশেষজ্ঞ মহলের দাবি, ১০ শতাংশ পেরিয়ে যাওয়া বেকারত্ব উদ্বেগের।