বুধবার দেশজুড়ে হইচই ফেলে দিয়েছে লোকসভায় দুই ব্যক্তির তাণ্ডব। সংসদ হামলার ২২ বছর পূর্তির দিনে আচমকাই দর্শকাসন থেকে লাফ মারে দুই হামলাকারী। ওই দুই ব্যক্তির সঙ্গে ছিল স্মোক গ্রেনেড। অধিবেশন কক্ষে ধোঁয়া ছড়াতে থাকে তারা।
এ নিয়ে তাদের ‘ভবিষ্যত পদক্ষেপ’ নিয়ে আলোচনা করার জন্য বিরোধী ইন্ডিয়া জোট আজ একটি বৈঠক করবে। বিরোধী নেতারা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে দেখা করবেন। সংসদের নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে লোকসভা এবং রাজ্যসভা বিবৃতি চাওয়ার কথা বিবেচনা করছেন বিরোধী দলের নেতারা। তারা এই ইস্যুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করারও পরিকল্পনা করছেন। ইতিমধ্যেই বিরোধী দলগুলি সংসদে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) দাবি করেছে।