আসাম সরকার ররাজ্যের আদি মুসলিম বাসিন্দাদের সংখ্যা নির্ধারণ করতে চায়। এই মুসলিমরা অসমিয়াভাষী। রাজ্যের হিমন্ত বিশ্ব শর্মার সরকার সিদ্ধান্ত নিয়েছে, আদি মুসলিমদের মাথা গোনা হবে। মন্ত্রিসভায় এই সংক্রান্ত একটি প্রস্তাবে সায় দিয়েছে। তাতে বলা হয়েছে, সরকার আসামের আদি বাসিন্দা মুসলিমদের সংখ্যা জানতে বিশেষ জনগণনা করাবে।
অসমের জনসংখ্যার ৩৪ শতাংশ মুসলিম। অর্থাৎ রাজ্যের তিন কোটি বাসিন্দার এক কোটির বেশি মুসলিম। তবে আসামের বিজেপি সরকারের বক্তব্য, মুসলিমদের মধ্যে মাত্র ৪০ লাখ আসামের আদি বাসিন্দা। বাকিরা বহিরাগত।
প্রসঙ্গত, বহিরাগত হিসাবে আসামে যাদের চিহ্নিত করা হয় তাদের মধ্য একদা পূর্ব পাকিস্তান, পরবর্তীকালে বাংলাদেশ থেকে আসা মানুষ আছেন। আবার উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ির মানুষও আছেন। অসমে এনআরসি চালু হওয়ায় বাংলাভাষীরা আগেই বিপাকে পড়েছেন। নাগরিকত্বের প্রমাণ দেখাতে না পারায় অনেকেই অস্থায়ী জেলে বন্দি। এর আগে নয় লাখ বাঙলাভাষীকে বিদেশি বলে চিহ্নিত করায় বিতর্ক তৈরি হয়েছিল। পরে সে ব্যাপারে সরকার আর পদক্ষেপ করেনি।
বর্তমান সরকার গরিয়া, মোরিয়া, জোলা, দেশি এবং সায়েদ—মুসলিমদের এই পাঁচ জনগোষ্ঠীকেই রাজ্যের আদি বাসিন্দা বলে মনে করে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, এই পাঁচ গোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থা খতিয়ে দেখবে সরকার।