রাজ্যের বকেয়া আটকে রাখায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সংসদেও এ নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের শাসকদলের সাংসদরা। তবে এরই মধ্যে ফের একবার ১০০ দিনের কাজ ও আবাস যোজনার ‘গরমিল’ খুঁজতে বাংলায় আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। যদিও এই কেন্দ্রীয় দলের পরিদর্শনকে আমল দিতে নারাজ মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘ওরা পকেটমার। মানুষের পকেট কাটে।
এর আগে ১০৭টি দল এসেছে। আরও দল আসুক। এরা বিজেপিকে রাজনৈতিক অক্সিজেন জোগাতে আসে। ও করেগা, হাম লড়েগা।’ তৃণমূলের দাবি, কেন্দ্র বাংলার প্রাপ্য আটকে রেখেছে। চিঠি, আন্দোলন, মন্ত্রীর দ্বারস্থ হওয়ার পরও ১ টাকাও ছাড়েনি কেন্দ্র। শীতকালীন অধিবেশনে রাজ্যে বকেয়া নিয়ে সংসদে সরব হয়েছেন রাজ্যের সাংসদরা। এর মধ্যেই ফের রাজ্যে আসছে কেন্দ্রীয় দল। তবে মমতার সাফ কথা, ওরা যা ইচ্ছে করুক। আমরা লড়ব।